
বাংলাদেশ বোর্ডের প্রধান নাজ়মুল হক পাপন বলেন, “আমরা ঠিক করেছি জেমি সিডন্সকে বড় কাজে ব্যবহার করব। বাংলাদেশ ‘এ’ দল এবং যে ক্রিকেটাররা নির্বাচকদের নজরে রয়েছে তাদের সঙ্গে কাজ করবে। তাই সিনিয়র দলের জন্য ব্যাটিং কোচ প্রয়োজন। কিন্তু তার মানে এই নয় যে ভারতের বিরুদ্ধে সিরিজ়ের আগেই ব্যাটিং কোচ নিয়োগ করব আমরা। সেটার কোনও প্রয়োজন নেই।”টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব পার করতে পারেনি বাংলাদেশ। অন্য দিকে ভারত সেমিফাইনালে উঠলেও হেরে যায় ইংল্যান্ডের বিরুদ্ধে। বাংলাদেশে গিয়ে ভারত তিন ম্যাচের এক দিনের সিরিজ় এবং দু’টি টেস্ট ম্যাচ খেলবে। ৪, ৭ এবং ১০ ডিসেম্বর হবে এক দিনের ম্যাচ। ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ২২ ডিসেম্বর।তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। দলে ফেরানো হয়েছে শাকিব আল হাসানকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের বিরুদ্ধেই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলবে বাংলাদেশ।