
অসম পুলিশের তৎপরতায় গাঁজা বোঝাই লরি আটক করতে সক্ষম হয়েছে। শুক্রবার দুপুর ১টা নাগাদ ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে প্রবেশ করতেই TR01B-1747 নম্বরের খালি লরিটি সন্দেহজনক ভাবে আটক করে ইনচার্জ নিরঞ্জন দাস তল্লাশি করেন। তখন গাড়ির কেবিনে থাকা ছোট বড় মোট ৬৯টি পকেটে থাকা গাঁজা গুলি জব্দ করা হয়। পরে তার ওজন পরিমাপ করে দেখা যায় চারশো চার কেজি গাঁজা। যার কালোবাজারি মূল্য প্রায় আট লক্ষাধিক টাকা বলে জানান ইনচার্জ। এই গাঁজা পাচার কাণ্ডে চালক ও সহচালককে পাকড়াও করা হয়েছে। ধৃতরা হলো সুজন মিয়া(৩২) ও ইমদাদুর হক(৩৮)। দুজনেরই বাড়ি ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়ায়। ধৃতরা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে, তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে জেলা আদালত করিমগঞ্জে প্রেরণ করা হবে। এদিকে ধৃতরা জানায় জিরানিয়া থেকে এই গাঁজা বোঝাই লরিটি অসমের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তবে এই গাঁজা আটকে সীমান্তরক্ষী বাহিনীর জোয়ান ও সিআরপিএফ জোয়ানরাও উপস্থিত ছিল।