খেলা
img

দিল্লি যাচ্ছেন ন্যাশনাল স্কুল গেমসের প্রতিযোগিরা

নিজস্ব প্রতিনিধি:-  রবিবার ধর্মনগর রেলস্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হন ন্যাশনাল স্কুল গেমসের টিমের কোচ সহ খেলোয়ারা ৷ খেলাতে মোট ১২ জন খেলোয়ার এই টিম থেকে নির্ধারন করা হয়েছে ৷ রাজ্য সরকারের ডিরেক্টর অফ এডুক্যাশন স্পোটর্স ব্রাঞ্চের তরফে সম্পূর্ণ সরকারি খরচে এই 'ন্যাশনাল স্কুল গেম' প্রতিযোগীতার সুযোগ করে দেওয়া হয় খেলোয়ারদের ৷ এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৬টি টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহন করবে বলে জানা যায় ৷ ১৪,১৭ এবং ১৯ বছর বয়সের খেলোয়ার এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন বলে জানা যায় ৷ এই টিমে একজন পুরুষ কোচ ওমপ্রকাশ কালুয়ার এবং একজন মহিলা কোচ প্রিয়াংকা কালুয়ার খেলোয়ারদের প্রশিক্ষন দেওয়ার জন্য দেওয়া হয়েছে ৷এদিন এক সাক্ষাতকারে থাং-তা টিমের কোচ ওমপ্রকাশ কালুয়ার জানান, এই টিম এর আগেও ২০১২,১৩ এবং ১৭ তে তারা অংশগ্রহন করেছিলেন রাজ্যের হয়ে ৷ এই প্রতিযোগিতায় তার টিম রাজ্যের হয়ে অংশগ্রহন করে জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে রাজ্যের মুখ উজ্জ্বল করবেন বলে এদিন কোচ আশা প্রকাশ করেন ৷