খেলা
img

প্রাইস মানি নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিনিধি:- প্রদীপ প্রজ্জ্বলন ও রঞ্জিত সিংহ রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে রবিবার উদয়পুর রমেশ স্কুল ময়দানে অনুষ্ঠিত হওয়া রঞ্জিত সিংহ রায় স্মৃতি প্রাইজ মানি নকআউট ক্রিকেট টেনিস টুর্নামেন্টের শুভ সূচনা করেন অর্থ, পরিকল্পনা ও সমন্বয় এবং তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়,
 সহ  আর কে পুর যুব মোর্চার নেতৃত্বরা। উদ্যোক্তারা জানান এই ক্রিকেট টুর্নামেন্টে ৩২ টি দল অংশগ্রহণ করবে। অনুষ্ঠানের প্রথম দিন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় গোমতী মোটরস ও নবারুণ ক্লাব নামক দুইটি দলের খেলোয়ারদের সাথে পরিচয় পর্বের মাধ্যমে শুভেচ্ছা জানায় । খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা প্রকল্পের মাধ্যমে এই অভিযান চালানো হবে বলে জানান অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়৷ নেশার বিরুদ্ধে যুব সমাজকে বের করে আনা এবং নেশার বিরুদ্ধে ব্যাপক জনমত গঠনের জন্য এই অভিযান সংগঠিত করা হচ্ছে বলে জানান তিনি৷ তাই আগামী দিনে অন্যান্য খেলার আহ্বান রাখেন মন্ত্রী।