খেলা
img

বিশ্বকাপ না পেলেও শামি পেতে পারেন অন্য পুরস্কার!

বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট শামির দখলে। তবে ভারতকে ট্রফি এনে দিতে পারেননি তিনি। সূত্রের খবর, বোর্ডের তরফে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে শামির নাম প্রস্তাব করা হয়। অর্জুন পুরস্কারের তালিকায় প্রথমে তাঁর নাম ছিল না।এ বারের বিশ্বকাপে ভারতের অন্যতম সফল বোলার মহম্মদ শামি। তিনি অর্জুন পুরস্কার পেতে পারেন। ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার পেতে পারেন সাত্ত্বিক সাইরাজ রেঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। ক্রীড়া ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার খেল রত্ন। দ্বিতীয় পুরস্কার অর্জুন। জানা যায় বিশ্বকাপে শামি ২৪টি উইকেট নেন। এ বারের প্রতিযোগিতায় সব থেকে বেশি উইকেট তাঁরই দখলে। তবে ভারতকে ট্রফি এনে দিতে পারেননি শামি। সূত্রের খবর, বোর্ডের তরফে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে শামির নাম প্রস্তাব করা হয়। অর্জুন পুরস্কারের তালিকায় প্রথমে তাঁর নাম ছিল না।বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচে প্রথম একাদশের বাইরে ছিলেন শামি। চোট পেয়ে হার্দিক পাণ্ড্য দলের বাইরে যাওয়ায় সুযোগ পান শামি। সাত ম্যাচে ২৪ উইকেট নেন তিনি। শামি ছাড়া আরও ১৬জন অর্জুন পুরস্কার পেতে পারেন।