খেলা
img

৫০ জন ফুটবলারকে নিয়ে প্রাথমিক দল-কোচ ইগর স্তিমাচ!

সামনের বছরের শুরুতেই এএফসি এশিয়ান কাপ। সেই প্রতিযোগিতার জন্য প্রাথমিক দল ঘোষণা করল ভারত। ৫০ জন ফুটবলারকে নিয়ে প্রাথমিক দল গড়েছেন কোচ ইগর স্তিমাচ। ২০২৪ সালের জানুয়ারি মাসে এএফসি এশিয়ান কাপ। হাতে সময় খুব কম। সেই প্রতিযোগিতায় ভাল করতে মরিয়া ভারত।  ৫০ জন ফুটবলারকে নিয়ে প্রাথমিক দল ঘোষণা করে দিলেন ভারতের কোচ ইগর স্তিমাচ। এই ৫০ জনকে দেখে নিয়ে সেখান থেকে চূড়ান্ত দল গড়বেন তিনি। ভারতীয় দলে রাখা হয়েছে ৫ জন গোলরক্ষক, ১৫ জন ডিফেন্ডার, ১৫ জন মিডফিল্ডার ও ১৫ জন স্ট্রাইকার। মূলত ISL খেলা ফুটবলাররাই দলে সুযোগ পেয়েছেন। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বেশ কয়েক জন ফুটবলার রয়েছেন দলে।
কাতারে আয়োজিত এএফসি এশিয়ান কাপে ভারতের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও সিরিয়া। ১৩ জানুয়ারি অস্ট্রেলিয়া, ১৮ জানুয়ারি উজবেকিস্তান ও ২৩ জানুয়ারি সিরিয়ার বিরুদ্ধে নামবে ভারত। কঠিন গ্রুপে পড়ায় নিজেদের সেরা দল খেলাতে চাইছেন স্তিমাচ। সেই কারণে বেশি ফুটবলারকে দেখে নিতে চাইছেন তিনি।