
সম্প্রতি ত্রিপুরা রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের সাথে যুক্ত চুক্তিবদ্ধ শ্রমিকরা তিন দফা দাবির ভিত্তিতে প্রকল্পের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন ।দাবি গুলি হল ,অবিলম্বে ইপিএফ চালু করা, আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত শ্রমিকদের ডিপার্টমেন্টাল স্টাফ হিসেবে মান্যতা প্রদান করা ।এই তিনটি দাবি নিয়ে টি আর এল এম কর্মচারী সংঘের পক্ষ থেকে প্রকল্পের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। কিন্তু এখন পর্যন্ত এই ডেপুটেশনের কোন ইতিবাচক দিক সংগঠন লক্ষ্য করতে পারেনি ।তাই অবিলম্বে সংশ্লিষ্ট দাবি গুলি পূরণ করার জন্য সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট প্রকল্প অধিকর্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে সংগঠনটি। সাংবাদিক সম্মেলনে বিএমএসের অধীন টি আর এল এম কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক আকাশ চক্রবর্তী জানান ,অবিলম্বে সংশ্লিষ্ট তিন দফা দাবি পূরণ না হলে আগামী দিনে তারা রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টি আর এল এম কর্মচারী সংঘের সভাপতি পলাশ রুদ্র পাল ,ভারতীয় মজদুর সংঘের প্রদেশ কমিটির সহকারী অফিস সম্পাদক তন্ময় সূত্রধর ।সাংবাদিক সম্মেলনে বি এম এস এর সহকারী অফিস সম্পাদক তন্ময় সূত্রধর জানান, শুক্রবার শ্রমিকদের ২৯টি শ্রম আইনকে চারটি শ্রম আইনে রূপান্তরিত করে শ্রম সংহিতা চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে দাবি করেন তিনি।