ত্রিপুরা
img

রাজ্যে শীতের পথের কাঁটা ঘূর্ণাবর্ত ও পূবালী হাওয়া

ক্যালেন্ডারের পাতায় নভেম্বর মাসের শেষ সপ্তাহ শুরু হয়ে গেছে। কিন্তু ত্রিপুরা এখনো শীতের নাচন শুরু হয়নি। সকালের দিকে বাতাসে শীতের হাওয়া থাকলেও বেলা বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা ।পরিবেশের এই খামখেয়ালিপনায়  রাজ্যের শীত প্রেমীরা কিছুটা হলেও হতাশই বটে ।বিষয়টি নিয়ে ইন্ডিয়ান মেট্রো লজিক্যাল ডিপার্টমেন্ট তথা আইএমডির আগরতলা শাখার আধিকারিকদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান ,আগামী সাতদিন এমন পরিস্থিতি থাকবে। দক্ষিণ আন্দামানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উপরে রয়েছে এই ঘূর্ণাবর্তটি ।এই ঘূর্ণাবর্তটির অভিমুখ দক্ষিণ-পশ্চিম দিকে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শক্তি বাড়িয়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ।আগামী সোমবার থেকে এই নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে  তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ।এই নিম্ন চাপের প্রভাবে রাজ্যে বৃষ্টি হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। আইএমডির আগরতলা শাখা সূত্রে জানা গেছে ,এই ঘূর্ণাবর্ত এবং পূবালী হাওয়ার কারণে রাজ্যে শীত কিছুটা পিছিয়ে গেছে ।পূবালী হাওয়ায় জলীয় বাষ্পের উপস্থিতি বাতাসে আর্দ্রতা বাড়াচ্ছে। তাই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাচ্ছে ।হাওয়া অফিস আরো জানিয়েছে, আগামী ৭ দিন রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮'র মধ্যে উঠানামা করবে। সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে ।তাই রাজ্যে ডিসেম্বরের প্রথম সপ্তাহের আগে জাকিয়ে শীত পড়ছে না ।প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্যের এই বর্তমান পরিস্থিতি গত বছরের তুলনায় অনেকটাই বেমানান। গত বছর নভেম্বরের মাঝ দরিয়া থেকেই রাজ্যে শীতের পারদ নামতে শুরু করেছিল। কিন্তু এবছর ঘূর্ণাবর্ত এবং পূবালী হওয়ার কারণে শীতের হাওয়া রাজ্যে প্রবেশে বাধা পাচ্ছে।