
শুক্রবার দুপুরে বুকে ব্যথা নিয়ে আইএলএস হাসপাতালে ভর্তি হন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ।হাসপাতালে তার দ্রুততার সাথে চিকিৎসা পরিষেবা শুরু হয় ।রাতেই সফলভাবে বসানো হয় স্ট্যান্ট।শনিবার সকালে রাজীব ভট্টাচার্যকে দেখতে আইএলএস হাসপাতালে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সংসদ বিপ্লব কুমার দেব। তিনি হাসপাতালের চিকিৎসকদের সাথে রাজীব ভট্টাচার্যের স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে কথা বলেন ।হাসপাতালে সাংসদের হাত ধরে নিজ কপালে ঠুকে তার আশীর্বাদ চান রাজীব ভট্টাচার্য । সাংসদ কথা বলেন তার পরিবারের সদস্যদের সাথে ।প্রায় ১২ থেকে ১৫ মিনিট রাজীব ভট্টাচার্যের পাশে থেকে ils হাসপাতাল থেকে বেরিয়ে আসেন বিপ্লব কুমার দেব। হাসপাতালে বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ,রাজীব ভট্টাচার্যের বুকে সফলভাবে স্ট্যান্ট বসানো হয়েছে। বর্তমানে প্রেসার স্বাভাবিক রয়েছে। ক্রমশই সুস্থ হয়ে উঠছেন তিনি ।সকালে তাকে প্রাতরাশ দেওয়া হয়েছে ।তবে তার বিশ্রামের প্রয়োজন। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সংসদ বিপ্লব কুমার দেব আরো জানান ,খুব দ্রুতই সুস্থ হয়ে পুনরায় দাপটের সাথে রাজনীতির অঙ্গনে ফিরবেন রাজিব ভট্টাচার্য এমনটাই আশা করছেন তিনি। এদিন পাড়ার ছেলে তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কে দেখতে আইএলএস হাসপাতালে যান ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। দীর্ঘদিন ধরেই তারা একে অপরের পরিচিত ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের দুই মুখ্য প্রতিদ্বন্দ্বী ছিলেন এরা ।এদিন রাজীব ভট্টাচার্যের বর্তমান স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় ।পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় জানান ,স্থিতিশীল রয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এদিন প্রদেশ বিজেপি সভাপতি কে দেখতে আইএলএস হাসপাতালে যান বিজেপি বিধায়ক ভগবান চন্দ্র দাস ।তিনি জানান ,বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন রাজীব ভট্টাচার্য।