ত্রিপুরা
img

বিএসএফের ১০৮ বাহিনীর উদ্যোগে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী প্রদান

শনিবার বিএসএফের ১০৮ বাহিনীর উদ্যোগে গোমতী ও ধলাই জেলার সীমান্তে বসবাসকারী জনগন, স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে টিভি সেলাই মেশিন বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। ধলাই জেলার রইস্যাবাড়ি ব্লকের পশ্চিম পোতাছড়া ভিলেজের  চন্দ্ররোয়াজা পাড়া এসবি  স্কুলে আয়োজিত সিভিক অ্যাকশান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএসএফের  ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি আলোক চক্রবর্তী, বিএসএফ ১০৮ বাহিনীর কমাডান্ট অনু টিপি প্রমুখ। এদিন ৮ লাখ টাকার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএসএফের আইজি বলেন, সীমান্ত প্রহরার আগের পদ্ধতি এখন আর নেই। এখন সীমান্ত প্রহরা নয় সীমান্ত পরিচালনা করতে হয়।অনুষ্ঠান শেষে ডাইক - ৮ সীমান্ত চৌকিতে জওয়ানদের সঙ্গে বসে দুপুরের খাবার গ্রহন করেন বিএসএফের আইজি সহ অন্য আধিকারিকরা।