ত্রিপুরা
img

আটক মাদক সামগ্রী গ্রেপ্তার চালক

চুরাইবাড়িতে হেরোইন জাতীয় নেশা সামগ্রী  পাচারের সময় পুলিশের জালে আটক এক টমটম চালক। ধৃত ব্যক্তির নাম ইসলাম উদ্দিন (৫২), পিতা মাছব আলী। সে চুরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ি গ্রামের ৬ নং ওয়ার্ডের প্রেমতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।গোপন সূত্রের ভিত্তিতে চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে পুলিশ একটি অভিযান চালায়। শুক্রবার রাত ইসলাম উদ্দিন তার টমটমে করে প্রেমতলা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন নিয়ে চুরাইবাড়ি এলাকায় পৌঁছে তা অন্য এক ব্যক্তির কাছে হস্তান্তরের চেষ্টা করছিল। সেই সময় পুলিশ টমটম সহ তাকে আটক করে।পরে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ও ডি.সি.এম-এর উপস্থিতিতে টমটমে তল্লাশি চালানো হয়। তল্লাশিত  ৪৬ গ্রাম হেরোইন এবং ৩৭টি হেরোইনভর্তি কৌটা উদ্ধার করা হয়।ধৃত ইসলাম উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া হেরোইনের কালোবাজারি মূল্য আনুমানিক ২.৫ থেকে ৩ লক্ষ টাকা। মাদক নিয়ন্ত্রণ আইনে চুরাইবাড়ি থানায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।সূত্র আরও জানায়, এর আগেও একাধিকবার হেরোইনসহ ইসলাম উদ্দিন পুলিশ ও স্থানীয় জনগণের হাতে ধরা পড়েছিল।এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ধৃত মাদক পাচারকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে