

Nov 22, 2025
বিহারে এন ডি এ 'র বিপুল জয়ের উল্লাসে শনিবার কমলপুর কেন্দ্রের হালহালিতে বিজেপি দলের পক্ষ থেকে বিজয় মিছিল ও বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে ধলাই জেলাভিত্তিক বিজয় সমাবেশে স্বাগত ভাষণ দেন জেলা বিজেপি 'র সাধারণ সম্পাদক আশিস ভট্টাচার্য,বিধায়িকা স্বপ্না দাস পাল, প্রাক্তনমন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব ও প্রধান বক্তা মন্ত্রী সুধাংশু দাস। জেলার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার ছয়টি মন্ডলের মন্ডল সভাপতিরা উপস্থিত ছিলেন।