
খোয়াই যুবমোর্চা মণ্ডল কমিটির উদ্যোগে শনিবার খোয়াই বিধানসভার ৩২ নং বুথ কার্গিল টিলায় শীত বস্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস, জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, সভাধিপতি অপর্ণা সিংহ, যুবমোর্চা সভাপতি সত্যজিৎ পাল, প্রনব বিশ্বাস, তাপস দাস, শঙ্কু পাল সহ অন্যান্য নেতৃত্ব। মোট পঞ্চাশ জনকে আজ এই অনুষ্ঠানে, শীত বস্ত্র প্রদান করা হয়। শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান শেষে খোয়াই জেলা কার্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সেখানে ও কার্যক্রমে অংশগ্রহণ করেন প্রতিমা ভৌমিক, মন্ডল সভাপতি অনুকূল দাস জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস অপর্ণা সিংহ রায় সত্যজিৎ পাল সহ অন্যান্য নেতৃত্ব।