
ত্রিপুরার সমৃদ্ধ উপজাতি ঐতিহ্য নান্দনিক নকশা, তাঁতশিল্প, বয়নবিদ্যা এবং ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতিকে আরও প্রসারিত ও জীবন্ত করে তুলতে গন্ডাছড়ায় শুরু হয়েছে এক বিশেষ কর্মশালা। মহকুমা ভিত্তিক উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং উপজাতি গবেষণা ও সাংস্কৃতিক ইনস্টিটিউট, লেম্বুছড়া, পশ্চিম ত্রিপুরার সহযোগিতায় ২১ নভেম্বর ২০২৫ থেকে ২০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই কর্মশালাগুলো পরিচালিত হবে।৩০ দিনের মহকুমা ভিত্তিক কর্মশালা-সহ-প্রশিক্ষণ উপজাতিদের নকশা, তাঁতশিল্প এবং ঐতিহ্যবাহী বয়নবিদ্যা এবং ৩ দিনের এই কর্মশালা উপজাতি রন্ধনপ্রণালী ও উপজাতীয় খাদ্য উপাদানসমূহ দুটি কর্মশালাই অনুষ্ঠিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ উপজাতি বালক ছাত্রাবাস ও উপজাতি বালিকা ছাত্রাবাসে।অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভূমিকা নন্দ রিয়াং MDC, বিশেষ অতিথি প্রেম সাধন ত্রিপুরা BAC চেয়ারম্যান, ডম্বুরনগর আর.ডি. ব্লক সহ অন্যান্যরা।