
তুন অ্যাডভোকেটদের এনরোলমেন্ট সার্টিফিকেট প্রদান করল বার কাউন্সিল অফ ত্রিপুরা। এই উপলক্ষে রাজধানী মুক্তধারা প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে নবাগত আইনজীবীদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের এডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, সিনিয়র অ্যাডভোকেট পিযুষ কান্তি বিশ্বাস ,আইনজীবী পি কে ধর ,আইনজীবী পিকে পাল ,আইনজীবী কে এন ভট্টাচার্য সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে নতুন আইনজীবীদের এনরোলমেন্ট প্রদান করা হয়। এই প্রসঙ্গে বার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান আইনজীবী রতন দত্ত জানান ,এটি এক ঐতিহাসিক ঘটনা ।এর আগে একসাথে এতজন নতুন এডভোকেট কে এনরোলমেন্ট প্রদান করা হয়নি ।তিনি আরো জানান, এখন পর্যন্ত তার সময়ে প্রায় এক হাজার জন নতুন আইনজীবীদের এনরোলমেন্ট প্রদান করা হয়েছে ।নতুন আইনজীবীরা কোর্টের ডেকুরাম মেনে কর্ম ক্ষেত্রে নিজেদের আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন বার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান রতন দত্ত।