ত্রিপুরা
img

সময় আছে পাল্টে যাওয়ার, শরিক দলকে প্রকারান্তরে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

এডিসির নির্বাচনের ঢাকে এখনো আনুষ্ঠানিকভাবে কাঠি পড়েনি। কিন্তু এর মধ্যেই পাহাড়ে শুরু হয়ে গেছে ক্ষমতা দখলের লড়াই। এই ক্ষমতা দখলের লড়াইয়ে সামনাসামনি সরকারের দুই শরির দল বিজেপি এবং তিপ্রা মথা। উভয় দলের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের রূপ নিয়েছে জম্পুইজলা এবং এডিসির সদর দপ্তর খুমুলুঙ এলাকা ।উল্লেখ্য, টাকারজলা বিধানসভা কেন্দ্রে গত মঙ্গলবার কিছু ভোটার বিজেপি দলে যোগদান করেন ।এই সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। যোগদান সভা শেষ হবার পর বিজেপি কর্মী সমর্থকরা বাড়ি ফেরার পথে তিপ্রা মথা ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এর থেকেই পর্যায়ক্রমে উত্তপ্ত হয়ে উঠে জম্পুজলা এবং খুমুলুঙ এলাকা ।দুই এলাকাতেই সার্বিক পরিস্থিতি বর্তমানে উত্তেজনাপ্রবণ ।এই ঘটনাক্রমের তীব্র খক্ষোভ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা । এদিন রবীন্দ্রভবনে শিক্ষা দপ্তরের একটি অনুষ্ঠান শেষে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা ।তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী এক প্রতিক্রিয়ায় বলেন ,ত্রিপুরা ,পশ্চিমবঙ্গ এবং কেরল যেখানেই কমিউনিস্টরা রাজত্ব করেছে সেখানেই হিংস্রতা রয়েছে। কেউ যেন এই ধরনের রাজনীতি না করেন। রাজনীতি করা সকলের অধিকার রয়েছে ।কিন্তু তা বলে এমনটা হতে হবে তা নয়। নাম না করে প্রকারান্তরে মাথার দিকে অভিযোগের তীর ছুড়ে মুখ্যমন্ত্রী বলেন, কেউ যদি এই ধরনের কাজে লিপ্ত হন তবে বিপদে পড়তে হবে ।মানুষজন এসব গ্রহণ করেন না ।মুখ্যমন্ত্রী আরও বলেন ,সময় আছে পাল্টে যাওয়ার। এই ধরনের রাজনীতি আমরা চাই না বলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এদিকে মথা এবং বিজেপির মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে জম্পুইজলা এবং খুমুলুঙ এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে ।পরিস্থিতির উপর নজর রেখে চলছে পুলিশ প্রশাসন।