ত্রিপুরা
img

ভূমিকম্পে বাংলাদেশের মৃত ৪, আহত অনেক

বাংলাদেশে ভূমিকম্পে মৃত অন্তত ৪। জখম আরো অনেক। ভূমিকম্পের ফলে বাংলাদেশের একাধিক গুরুত্বপূর্ণ ভবনে ফাটল দেখা দিয়েছে। শুক্রবার সকাল ১০ঃ৩৮ নাগাদ বাংলাদেশে ভূকম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭ ,উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত নরসিংদীর ঘোড়াশাল । ভূমিকম্পের ফলে পুরোনো ঢাকা ভবনের সানশেড ভেঙ্গে তিন পথচারীর মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে মৃত্যু হয়েছে বছরখানেক এক শিশুর ।এই ঘটনায় শিশুর মা এবং এক প্রতিবেশী জখম হয়েছেন ।বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে পাঁচ তলা ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে ।উত্তরা ১১ নম্বর সেক্টরে ছয় তলা একটি বাড়ির দ্বিতলের চারপাশে বড় ফাটল ধরে ।ঢাকার কলাবাগানের আবেদখালী রোডে একটি সাত তলা ভবন হেলে পড়েছে ।ভূমিকম্পের সময় আতঙ্কে লাফ দিয়ে বাঁচতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।