ত্রিপুরা
img

মোহ ভাঙছে মানুষের ধ্বস নামবে শাসক দলে সংগঠন শক্তিশালী করুন কৈলা শহরে জিএনপি বিভাগীয় সম্মেলনে জিতেন

২৮ এর বিধানসভা নির্বাচনে বিজেপি এবং মথা দলে বড়সড় ধস নামবে ।এই অবস্থায় কৈলাসহরে জিএমপি'র বিভাগীয় সন্মেলনে  সংগঠনকে শক্তিশালী করার  পাঠ দিলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। 

বৃহস্পতিবার কৈলাশহারে গণমুক্তি পরিষদের ২৩ তম বিভাগীয় সম্মেলন সম্পন্ন হয়। কৈলাসহরস্হিত  সিপিআইএম উনকোটি জেলা কার্যালয়ের নতুন হলঘড়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয় ।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন  চৌধুরী ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক রাধা চরণ দেববর্মা ,সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা ।কৈলাসহর মহাকুমার বিভিন্ন এডিসি এলাকা থেকে ২০৫ জন প্রতিনিধি এই সম্মেলনে যোগদান করেন ।সম্মেলন প্রসঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী বলেন, এই সম্মেলন অত্যন্ত সফল ।এ ডি সি এলাকার সব জনপদ থেকে প্রতিনিধিরা এই সম্মেলনে যোগদান করেন ।এদের মধ্যে লক্ষণীয় ছিল ২০১৮ সালে ভুল বুঝে যারা দল ছেড়ে শাসক দলে সামিল হয়েছিলেন, তাদের পুনরায় দলে যোগদান করা। এদিন তারাও তাদের নিজেদের এলাকার জনগণের অভাব অভিযোগ নিয়ে প্রাঞ্জল ভাষায় তাদের বক্তব্য তুলে ধরেন ।সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন ,মানুষের মধ্যে মোহভঙ্গ ঘটছে ।আগামী দিনে বিজেপি এবং মথা দলে ধ্বস নামবে ।এই অবস্থায় সংগঠনকে শক্তিশালী করে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে।

এদিন এই সম্মেলন উপলক্ষে কৈলাসহরে একটি মিছিল সংঘটিত করা হয় ।মিছিলটি সিপিআইএম ঊনকোটি জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।