ত্রিপুরা
img

আগরতলার খসড়া মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক অনুষ্ঠিত

শহরের লোড কমাতে আগরতলা পৌর নিগম এলাকাকে আরো বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অনুসারে বৃহস্পতিবার কর্পোরেটরদের  নিয়ে এক মতামত সভার আয়োজন করেন নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।তিনি জানান আগরতলা পৌরনিগম সংলগ্ন আরো ৪৯টি গ্রাম পঞ্চায়েত কে নিগমের সাথে যুক্ত করে বৃহৎ আগরতলা শহরের জন্য মাস্টার প্ল্যান রচনা করা হচ্ছে।


 

আগতলা শহরের লোড অনেকটাই বেড়ে গেছে। এই লোড কমাতে শহরকে বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ।সেই অনুসারে আগামী ২০ বছর পরে শহরের লোক সংখ্যা কত হতে পারে ,যানবাহনের সংখ্যাই বা কত হতে পারে, সংশ্লিষ্ট বিষয়গুলিকে নিয়ে মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে। রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তর এর সাথে জড়িত রয়েছে। এই খসড়া মাস্টার প্লেন নিয়ে কর্পোরেটরদের মতামত যাচাইয়ের জন্য বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে এক সভার আয়োজন করা হয়। এই সভায় আগরতলা পৌর নিগমের কমিশনার ,ডেপুটি মেয়র ,সমস্ত কর্পোরেটর, বিভিন্ন দপ্তরের আধিকারিক উপস্থিত ছিলেন ।বৈঠকে বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা খসড়া প্লেনের উপর তাদের মতামত ব্যক্ত করেন ।এদিন বৈঠক শেষে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই সংবাদ জানান। তিনি জানান ,শহরের লোক সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে ।সেই তুলনায় শহরের মানুষের চলাচলের রাস্তা বৃদ্ধি পায়নি। শহরের বাইরের বিশাল অংশের মানুষ শহরকে বিভিন্ন কাজে ব্যবহার করছেন ।এই কারণেই শহরের লোড বৃদ্ধি পেয়েছে। তাই শহরকে আরো বর্ধিত করা উচিত।

এদিন মেয়র আরো জানান, ভবিষ্যতে শহরের কোথায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে ,কোথায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে, শিল্পই বা কোথায় করা হবে সংশ্লিষ্ট বিষয়গুলি মাস্টার প্লেনে রাখা হয়েছে। একই সাথে যানজট নিয়ন্ত্রণ, পানীয় জলের ব্যবস্থা প্রভৃতি বিষয়গুলি মাস্টার প্লেনে যুক্ত করা হয়েছে ।এই মাস্টার প্ল্যানটি মুখ্যমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর মাস্টার প্ল্যান নিয়ে কারোর বা কোন সংস্থার আপত্তি রয়েছে কিনা তার জানার জন্য এক মাসের সময় দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে ।এদিন মেয়র আরো জানান ,মুখ্যমন্ত্রীর নগর উন্নয়ন প্রকল্পে আগরতলা পৌরনিগমকে ৩৯ কোটি ২৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে ।এই অর্থ রাশি থেকে প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের জন্য ৫০ লক্ষ টাকা করে খরচ করা হবে। এই অর্থরাশি প্রদান করার জন্য মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে অভিনন্দন জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।