

Nov 20, 2025
ভাঙাচোরা স্কুল, উপযুক্ত নয় ক্লাসরুমের ছাউনি। বর্ষার মরশুমে বৃষ্টির জল প্রবেশ করে শ্রেণী কক্ষে। নেই উপযুক্ত শৌচালয়ের ব্যবস্থা। ঘটনা - ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভাধিন কুলেশনগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা, শ্রেণী কক্ষের জরাজীর্ণ অবস্থা, উপযুক্ত শৌচালয়ের অভাবকে সঙ্গে নিয়েই বছরের পর বছর শিক্ষাবিপ্লবের ত্রিপুরায় চলছে সরকারি এই বিদ্যালয়টি। দাবি উঠছে স্কুলের দিকে সরকারি নজরদারির।