ত্রিপুরা
img

গাঁজা বাগান কাটতে গিয়ে গ্রাম বাসির আক্রমন. পুলিশ আধিকারীর উপর

গাঁজা বাগান কাটতে গিয়ে গ্রাম বাসির আক্রমন. ঘটনা-খোয়াই মহকুমার মেলকা বাড়ীতে. জাণা যায় -গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ দুপুরে বাইজাল বাড়ি থানার অন্তর্গত মেলকা বাড়ি এডিসি ভিলেজে বন দপ্তর, পুলিশ, বিএসএফ, এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর জোয়ানরা একটি পরিপূর্ণ গাঁজা বাগানের প্রায় আট হাজার গাছ কেঁটে ধ্বংস করে দেয়। বিভিন্ন দপ্তরের আধিকারিক ও জওয়ানরা যখন পরিপূর্ণ গাঁজা বাগান ধ্বংস করছিল ঠিক সেই সময় গ্রামের উত্তেজিত মানুষজন তাদের উপর আক্রমণ চালায়। গ্রামবাসীদের আক্রমণে আহত হয়েছেন একজন বিএসএফ জওয়ান এবং একজন বনকর্মী। ঘটনায় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে । ঘটণার তদন্ত করছে পূলীশ।