ত্রিপুরা
img

কালী মায়ের আরাধনায় ব্রতি হলেন মনপাথর ফাঁড়ী থানা ও শান্তির বাজার থানার কর্মীরা।

আইনশৃঙ্খলার রক্ষার পাশাপাশি অন্যান্য বছরের ন্যায় এইবছরোও শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হলেন শান্তির বাজার থানা ও মনপাথর ফাঁড়ী থানার আরক্ষা দপ্তরের কর্মীরা।  প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পূজার শুভ সূচনা করেন মহকুমা পুলিশ আধিকারিক বাপ্পি দেববর্মা এবং উপস্থিত  অতিথিগণ। অবসরপ্রাপ্ত আরক্ষা কর্মীদের  বিশেষ সমবর্ধনা প্রদান করা হয়। শ্যামা মায়ের আরাধনাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কর্মসূচী হাতে নিয়েছে মনপাথর থানার ওসি জয়ন্ত দাস। নিজ দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচী করে থাকেন ওসি জয়ন্ত দাস ।  পূজোকে কেন্দ্র করে  কচিকাঁচা শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার গরিব, দুস্ত , দিব্যাঙ্গ , যান চালক এবং মন পাথর বাজারে শ্রমজীবী লোকজনদের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়। কালি পূজাকে কেন্দ্রকরে আরক্ষা দপ্তরের কর্মী ও স্থানীয় লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।