ত্রিপুরা
img

বেআইনি মজুত করা একশো কুড়ি ফুট চোরাই কাঠ উদ্ধার করলো বন দপ্তরের কর্মীরা।

বেআইনি মজুত করা একশো কুড়ি ফুট চোরাই কাঠ উদ্ধার করলো বন দপ্তরের  কর্মীরা।ঘটনা বৃহস্পতিবার খোয়াই মহকুমার কল্যাণপুর থানাধীন লক্ষীনারায়নপুর পঞ্চায়েত এলাকার খামারটিলায়।খবর অনুযায়ী ডি এফ ও আশুতোষ কুমারের নেতৃত্বে বনকর্মীরা খামারটিলায় এক বাড়ীতে আচমকা হানা দিয়ে বেআইনি মজুত করা একশো কুড়ি ফুট চোরাই কাঠ উদ্ধার করেছে।উদ্ধার করা কাঠের মূল্য আনুমানিক দুই লক্ষ টাকার মতো হবে বলে জানা গেছে।উদ্ধার করা কাঠ বন বিভাগের পদ্মবিল রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে।বন দপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গেছে।  গেছেনেতৃত্বে আচমকা হানা দিয়ে