
এক নেশাগ্রস্ত ও রক্তাক্ত যুবককে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় হাসপাতালে পৌঁছে দিয়ে সমাজে ইতিবাচক বার্তা দিল কিছু শুভ বুদ্ধি সম্পন্ন যুবক। ঘটনা বুধবার রাতে রাজধানীর ডিমসাগর পার্ক এলাকায় ।যুবকরা সংশ্লিষ্ট স্থানে হাঁটতে এসে এই রক্তাক্ত যুবকটিকে দেখে তাকে উদ্ধারে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
নেশার সাগরে ভাসছে গোটা রাজ্য ।এর থেকে পৃথক নয় রাজধানী আগরতলাও। একাংশের যুবকরা নেশাগ্রস্ত হয়ে আত্মহননের পথ পর্যন্ত বেছে নিচ্ছে ।এ এক গভীর উদ্বেগের বিষয় ।এই উদ্বেগ জনক ঘটনার পাশাপাশি স্বস্তির বার্তাও রয়েছে সমাজে সমাজে ।একাংশের শুভবুদ্ধি সম্পন্ন যুবশক্তি দুস্থদের পাশে দাড়াচ্ছে। এমনই একটি ঘটনা ঘাটলো বুধবার রাতে রাজধানীর ডিম সাগর পার্ক এলাকায় । কিছু যুবক সারা দিনের কাজকর্ম সেরে প্রতিদিনের মতো ডিমসাগর এলাকায় রাতে হাঁটার জন্য আসেন।এদিন তারা দেখতে পান ,এলাকায় এক যুবক রক্তাক্ত অবস্থায় বসে রয়েছে। তার পাশেই রয়েছে একটি ধারালো ব্লেড ।যুবকটি ব্লেড দিয়ে নিজের হাত কেটে রক্তাক্ত করেছে বলে তারা জানতে পারেন ।এই রক্তাক্ত যুবকটিকে দেখে তারা পাস কেটে চলে যাননি।বরং যুবকটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন ।১১২ নাম্বারে ফোন করে খবর পাঠান প্রশাসনের কাছে। কয়েক মিনিটের মধ্যেই চলে আসে প্রশাসনের উদ্ধারকারী দল ।উদ্ধারকারী দল যুবকটির বাড়িতে খবর পাঠায়। খবর পেয়ে বাড়ির মানুষরাও ডিমসাগর এলাকায় ছুটে আসেন ।খবর দেওয়া হয় দমকল কর্মীদের ।কিন্তু দমকল কর্মীরা ঘটনাস্থলে আসতে দেরি করে ।এই অবস্থায় একটি টমটম ডেকে যুবকরা আহত যুবকটিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান।
জানা গেছে রক্তাক্ত যুবকটির বাড়ি কমলপুরে। রাজধানীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল সে।এদিকে স্থানীয়দের অভিমত ,নেশার ঘোরেই এই ধরনের কাণ্ড ঘটায় যুবকটি।