ত্রিপুরা
img

কমলপুর মহাবিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে রাজ্য সরকার নারী শক্তির বিকাশের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে ।রাজ্যে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় চালুর সিদ্ধান্ত এর অন্যতম নিদর্শন ।বৃহস্পতিবার কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের নবীন ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠানে এই কথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব সহ অন্যান্যরা।

বৃহস্পতিবার কমলপুর সরকারি মহাবিদ্যালয়ে নবীন বিদ্যার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহাবিদ্যালয়ের বিমল সিংহ সভা গৃহে এই উপলক্ষে অনুষ্ঠানে আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব ,ধলাই জেলার জেলা পরিষদের সভাধিপতি  সুস্মিতা দাস, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অভিজিৎ সরকার সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন ,একটা সময় শিক্ষাকে অনেকটা পিছিয়ে রাখা হয়েছিল ।বর্তমান সরকারের সময়ে জনজাতি এলাকা গুলিতেও শিক্ষার প্রসার বৃদ্ধি পাচ্ছে ।রাজ্য সরকার জনজাতি অংশের ছাত্র-ছাত্রীদের বিনে পয়সায় হোস্টেলে থেকে পড়াশোনা করার সুযোগ করে দিতে রাজ্যের প্রতিটি মহকুমা এবং জেলাতে একলব্য মডেল স্কুল চালুর উদ্যোগ নিয়েছে। সাংসদ আরো বলেন ,বর্তমান সময়ে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় অনেক পরিবর্তন আনা হয়েছে ।আজ আমরা মাতৃ শক্তির আরাধনা করি। দুর্গা ,কালী ,সরস্বতী প্রভৃতি দেবীর পূজা করি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে মাতৃ শক্তি জাগরণের লক্ষ্যেই ৩৩ শতাংশ সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন। মাতৃ শক্তিকে সম্মাননা জানাতেই রাজ্য সরকার রাজ্যে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব। তিনি বলেন, আজকের ছাত্রছাত্রীরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ ।তাই ছাত্র-ছাত্রীদের দেশাত্মবোধ মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে ।নেশা মুক্ত সমাজ গড়তে ছাত্র-ছাত্রীসহ যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বিধায়ক মনোজ কান্তি দেব।