
আগামী এক ডিসেম্বর রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মিস্টার ত্রিপুরা বডি বিল্ডিং এবং ফিজিকুসি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ।এই ক্রীড়া অনুষ্ঠানে আকর্ষণীয় প্রাইজ মানির পাশাপাশি ইউথ আইকন অফ ইন্ডিয়ান বডিবিল্ডিং নীতিন চেন্ডিলা সহ অন্যান্যরা উপস্হিত থাকবেন। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ত্রিপুরা বডি বিল্ডারস এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তনয় দাস।
প্রতিবছর রাজ্যে মিস্টার ত্রিপুরা বডি বিল্ডিং অ্যান্ড ফিজিকুসি চ্যাম্পিয়নশিপ এর আসর অনুষ্ঠিত হয়। ত্রিপুরা বডি বিল্ডারস এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশন এর আয়োজন করে ।এ বছরও আগামী ১ ডিসেম্বর রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বডি বিল্ডিং অ্যান্ড ফিজিকুসি চ্যাম্পিয়নশিপের আসর আয়োজন করতে চলেছে এই সংস্থাটি ।রাজ্যের বডি বিল্ডারসদের উৎসাহিত করার জন্য এ বছর এই প্রতিযোগিতায় দেড় লক্ষ টাকা প্রাইজ মানি থাকছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইয়ুথ আইকন অফ ইন্ডিয়ান বডিবিল্ডিং নীতিন চেন্ডেলা ।এছাড়া ইন্ডিয়ান বডিবিল্ডিং ফেডারেশন তথা বিশ্ব ফেডারেশনের সাধারণ সম্পাদক চেতন পাঠারিয়া, ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশন এর সভাপতি সাব্বির রমেশ কুমার সহ অন্যান্যরা ।এদিন আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা বডি বিল্ডারস এন্ড ফিটনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তনয় দাস এই সংবাদ জানান।
সাংবাদিক সম্মেলনের সংগঠনের রাজ্য সম্পাদক আরো জানান ,১ ডিসেম্বর বেলা ১২:০০ টা থেকে রবীন্দ্রশতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠান শুরু হবে ।চারটি পর্যায়ে চলবে এই অনুষ্ঠান।