ত্রিপুরা
img

মিথ্যা অভিযোগ স্বীকার করল যুবক

রাধামাধব উন্নয়ন সংঘের বিরুদ্ধে ‘নেশা ব্যবসা’র মিথ্যা অভিযোগ। মদ্যপ অবস্থায় আকাশ দেবনাথ নামে এক যুবক এই প্রচার করে। তবে এদিন এক সাংবাদিক বৈঠকে সে জানালো, অভিযোগ মিথ্যে


​আগরতলার রাধানগর স্থিত ঐতিহ্যবাহী রাধামাধব উন্নয়ন সংঘের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক মাধ্যমে এক গুরুতর মিথ্যা অভিযোগ ছড়িয়ে পড়ে। এলাকারই যুবক আকাশ দেবনাথ ক্লাবের সদস্যদের, বিশেষত সদস্য ভাস্কর চক্রবর্তীকে, নেশা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করে প্রচার শুরু করেন। এই ভিত্তিহীন ও মানহানিকর প্রচারে স্থানীয় সমাজসেবায় নিবেদিত ক্লাবটির দীর্ঘদিনের সম্মান ও সুনাম কালিমালিপ্ত হওয়ার উপক্রম হয়েছিল।
​পরিস্থিতি স্পষ্ট করতে এবং মিথ্যা অভিযোগের উৎস উন্মোচন করার লক্ষ্যে, বৃহস্পতিবার রাধানগর স্থিত রাধামাধব উন্নয়ন সংঘের প্রাঙ্গণে এক জরুরি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ক্লাবের সদস্যরা অভিযোগকারী আকাশ দেবনাথকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই নাটকের যবনিকাপাত ঘটে। আকাশ দেবনাথ প্রকাশ্যে সাংবাদিকদের সামনে স্বীকার করেন যে তাঁর উত্থাপিত সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি জানান, মদের নেশায় আচ্ছন্ন থাকাকালীন তিনি এই ধরনের গুরুতর মিথ্যাচার করেছিলেন এবং এই কাজের জন্য তিনি ক্লাবের সদস্য এবং এলাকার মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চান।
​ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, যে রাধামাধব উন্নয়ন সংঘ দীর্ঘকাল ধরে সমাজে কল্যাণমূলক কাজ করে আসছে। বস্তুত, তারা নিজেরাই নিয়মিতভাবে এলাকায় নেশা বিরোধী অভিযান চালায় এবং যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে মুক্ত রাখার জন্য সচেতনতামূলক কর্মসূচি পালন করে। যে সংগঠন নেশামুক্ত এলাকা গঠন করার উদ্যোগ নিয়ে প্রতিনিয়ত কাজ করছে, তাদের বিরুদ্ধেই এমন অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ক্লাব সদস্যরা দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, কিছু অসাধু লোক ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের কুৎসা রটনা করেছে।

​আকাশ দেবনাথের প্রকাশ্যে স্বীকারোক্তি ক্লাবটির স্বচ্ছতা ও নিষ্ঠাকে পুনরায় প্রমাণ করল। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, যদিও এই মিথ্যা প্রচারে তাদের ভাবমূর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও যুবকের অনুতাপ স্বীকার করায় তারা আপাতত তাঁর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকছেন। তবে ভবিষ্যতে ক্লাবের সম্মানহানি করার কোনো চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।