ত্রিপুরা
img

প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

বৃহস্পতিবার রাজধানীর মানিক্য এনক্লেভে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার উপর এক কর্মশালার আয়োজন করা হয় ।কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল সংস্থা তথা ইপিএফও'র আঞ্চলিক কার্যালয় আগরতলার উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডাইরেক্টর জেনারেল পি সংগীত কুমার ,রাজ্যের শ্রম কমিশনার অসীম সাহা ,যুগ্ম শ্রম কমিশনার বিনয় ভূষণ দাস রিজিউনাল পিএফ কমিশনার লিও জোসেফ মারান্ডি সহ অন্যান্যরা। কর্মশালায় কর্মসংস্থানের সৃষ্টি কে আরো প্রসারিত করা, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করা, এন্টারপেনারদের আরো কর্মসংস্থান সৃষ্টির জন্য উৎসাহিত করা ,শ্রমিকদের কর্মের স্থায়িত্ব প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।