
কেন্দ্রীয় সরকার কর্তৃক গঠিত অষ্টম বেতন কমিশনের দিকে লক্ষ্য রেখেই রাজ্যে বেতন কমিশন গঠনে আগ্রহী রাজ্য সরকার। বুধবার মহাকরণে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের ডেপুটেশন প্রদান নিয়ে কথা বলতে গিয়ে এই ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ।তিনি আরো জানান ,রাজ্যের কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলি ইতিমধ্যেই ষোড়শ কমিশনের নিকট পেশ করা হয়েছে।
১৪ দফা দাবির ভিত্তিতে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল বুধবার মহাকরণে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের নিকট ডেপুটেশন প্রদান করে ।কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট ১৪ দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল রাজ্যে একটি পূর্ণাঙ্গ বেতন কমিশন গঠন করা, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করা ,কর্মচারীদের বিভিন্ন এলাউন্স মিটিয়ে দেওয়া, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা প্রভৃতি ।এদিন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের ১৪ দফা দাবি সম্মিলিত ডেপুটেশন গ্রহণ করেন। সংশ্লিষ্ট দাবিগুলি নিয়ে সংগঠনের প্রতিনিধিদের সাথে বিস্তারিত আলোচনাও করেন অর্থমন্ত্রী ।পরে ডেপুটেশন প্রদান প্রসঙ্গে সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী জানান ,গত তিন নভেম্বর কেন্দ্রীয় সরকার বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে তিন সদস্যের অষ্টম বেতন কমিশন গঠন করেছে। ১৮ মাসের মধ্যে কমিশনকে রিপোর্ট পেশ করতে হবে। দেশের অধিকাংশ রাজ্যগুলিই কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন কে লক্ষ্য করে কাজ করে থাকে। সেই মতো রাজ্য সরকারও করার চেষ্টা করবে বলে তিনি জানান ।তিনি আরো জানান, রাজ্যের কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলি ইতিমধ্যেই ষোড়শ পে কমিশনের নিকট পেশ করা হয়েছে ।বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা বলেছেন।
এদিন অর্থমন্ত্রীর নিকট ডেপুটেশন প্রদান করার পর রাষ্ট্র বাদী কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক সঞ্জয় সূত্রধর সাংবাদিকদের জানান ,অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কথায় তারা খুশি ।সরকার কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে বলে জানান তিনি।