ত্রিপুরা
img

জাতীয় সড়কে যান দুর্ঘটনায় নিহত এক ও আহত এক

জাতীয় সড়কে যান দুর্ঘটনায় নিহত এক ও আহত এক। ঘটনা দশমী রিয়াং পাড়া ব্রীজ সংলগ্ন এলাকায়। জানা যায় বুধবার আনুমানিক বিকেল ৩ টা ৫০ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার দশমী রিয়াং পাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় টি আর ০৮ জি ৬৫৩৫ নাম্বারের স্কুটি দুর্ঘটনার কবলে পরে। একটি ট্রাক গাড়ী দ্রুতগতিতে স্কুটিটিকে আঘাত করে পালিয়ে যায়। এতে করে স্কুটিতে থাকা দুইজন জাতীয় সড়কে ছিটকে পরে যায়। এতেই ঘটনাস্থলে প্রান যায় একজনের । অপরজকে শান্তির বাজার দমক লবহানীর কর্মীরা চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতলে নিয়ে আসে। জানাযায় আহত অপরজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ । দুর্ঘটনায় নিহত ও আহতের পরিচয় জানা যায় । ঘটনায় চাঞ্চল্য