
নেশার করাল থাবা থেকে যুব সমাজকে মুক্ত রাখার আহ্বান জানিয়ে বুধবার প্রাচ্য ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়াস বৈঠক করলো পূর্ব থানার পুলিশ । বৈঠকে নেশার করুন পরিনিতি সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবগত করানো হয়।
রাজ্যের একাংশের যুবসমাজ নেশায় আচ্ছন্ন। নেশার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বিগ্ন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।তিনি রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে পুলিশ প্রশাসন রাজ্যের বিভিন্ন স্থানে প্রয়াস কর্মসূচি গ্রহণের মাধ্যমে আলোচনার আয়োজন সংঘটিত করছে। এরই অঙ্গ হিসেবে বুধবার রাজধানীর প্রাচ্যভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পূর্ব থানার পুলিশের উদ্যোগে এক প্রয়াস বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ ,সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায় ,প্রাচ্য ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বৈঠকে ছাত্রছাত্রীদের সামনে নেশার কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ ।নেশার করাল থাবা থেকে দূরে থাকতে ছাত্রছাত্রীদের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায় ।এই কর্মসূচি প্রসঙ্গে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, আলোচনায় ছাত্রছাত্রীদের সামনে নেশার ভয়ংকর দিকটি তুলে ধরা হয় ।কিভাবে তারা এই ভয়ংকর বিপদের হাত থেকে নিজেদের রক্ষা করবে তার উপায়ও জানিয়ে দেওয়া হয় । আজকের এই আলোচনার ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নেশার হাত থেকে নিজেদের দূরে রাখতে সক্ষম হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।
প্রয়াস কর্মসূচির অঙ্গ হিসেবে আয়োজিত এই আলোচনা সভায় বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এই অনুষ্ঠান নেশার হাত থেকে তাদের দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করবে বলে জানায় প্রাচ্য ভারতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছাত্রছাত্রীরা।