ত্রিপুরা
img

টি আই টি এবং মহিলা মহাবিদ্যালয় কে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সিদ্ধান্ত নিল সরকার

নরসিংগড়ের  টি আই টি কে ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি হিসেবে এবং ওমেন্স কলেজ কে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসেবে উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রীসভা ।মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান মন্ত্রিসভার মুখপাত্র মন্ত্রী সুশান্ত চৌধুরী।

মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।এর মধ্যে উল্লেখযোগ্য হলো নরসিংগড়ের টিআইটিকে ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি হিসেবে উন্নীত করা ।একই সাথে women's college কে ত্রিপুরা government ওমেন্স ইউনিভার্সিটি হিসেবে উন্নীত করা ।ওমেন্স কলেজটিকে মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ।সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে নলছড়ে একটি মহিলা মহাবিদ্যালয় চালুর সিদ্ধান্ত নেয়া হয় ।এবার রাজধানীর মহিলা মহাবিদ্যালয়টিকে ত্রিপুরা গভর্নমেন্ট উইমেন্স ইউনিভার্সিটি হিসেবে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো জানান ,ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি বা টি আই টিকে ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি হিসেবে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে রাজ্যের সবগুলি পলিটেকনিক ইনস্টিটিউটের কাজ চলবে বলে জানান তিনি।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো জানান, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন আইসিডিএস সুপারভাইজার হিসেবে ২৮ টি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।টিপিএসসি'র মাধ্যমে এই পদগুলি পুরন করা হবে। আরবান দপ্তরের অধীন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে ১৪ টি পদ সৃষ্টি ও পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ।তিনি আরো জানান ,তথ্য দপ্তরের অধীন  ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটে ৮ জন ফ্যাকাল্টি মেম্বার নিয়োগ করা হবে ।মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন ,রাজ্যে আরও 119 টি নতুন অঙ্গনওয়ারী সেন্টার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।এই 119 টি অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে ১১৯ জন হেল্পার এবং ১১৯ জন ওয়ার্কার নিয়োগ করা হবে।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান ,শিক্ষা দপ্তরে ২২টি গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি কো-অপারেটিভ দপ্তরে ৯৭ টি পোস্টে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেআরবিটির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে ।তিনি আরো জানান ,২০২১ সালে ত্রিপুরা জার্নালিস্টস পেনশন স্কিম চালু হয় ।এই স্কিমে এবং ত্রিপুরা জার্নালিস্ট পরিবার সুরক্ষা পেনশন স্কিমে কিছুটা নতুনত্ব আনা হয়েছে। মন্ত্রী আরো জানান ,জাতীয় সড়ক চম্পকনগর থেকে রানীবাজার হয়ে বাইপাসের সাথে যুক্ত হবে ।কিন্তু রানীবাজার এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে রানীরবাজার থেকে জাতীয় সড়কটি রাজধানীর চন্দ্রপুরের আইএসবিটি পর্যন্ত বর্ধিত করা হবে।