ত্রিপুরা
img

প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত

২০২৫-২৬ অর্থ বর্ষের বাজেটের প্রাপ্ত টাকায় উন্নয়নের কাজ খতিয়ে দেখতে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরকে নিয়ে রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস ।দ্বিতীয় পর্যায়ের এই রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব দীপা ডি নায়ার,অধিকর্তা নীরজ কুমার চঞ্চল সহ জেলা এবং রাজ্যস্তরের আধিকারিকরা।

বুধবার প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের কনফারেন্স হলে দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় ।এই বৈঠকে পৌরোহিত্য  করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ।উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার, দপ্তরের অধিকর্তা নিরাজ কুমার চঞ্চল সহ দপ্তরের জেলা এবং রাজ্য পর্যায়ের আধিকারিকরা ।বৈঠকে ২৫ -২৬ অর্থ বর্ষের বাজেট থেকে প্রাপ্ত টাকায় এখন পর্যন্ত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে ,কোন কাজগুলি বাকি রয়েছে ,সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাজেট বরাদ্ধ  ছাড়াও বিভিন্ন প্রকল্প থেকে পাওয়া অর্থ কতটা খরচ হয়েছে ,কত টাকা এখন পর্যন্ত খরচ হয়নি সেই বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের কাজগুলির অগ্রগতি, উন্নয়নমূলক কাজের সুবিধা কতটা মানুষের কাছে পৌঁছাতে পারা গেল সেই নিয়ে আলোচনা হয় ।এদিন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই সংবাদ জানান ।তিনি জানান ,এই সময়ে বিভিন্ন টিকাকরণ  কর্মসূচি গ্রহণ করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। এই কর্মসূচিগুলি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস ।

এদিকে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন প্রকল্পের কাজে গতি আনতে বৈঠকে উপস্থিত জেলা এবং রাজ্য পর্যায়ের আধিকারিকদের মতামত চাওয়া হয় ।জেলা এবং রাজ্যভিত্তিক আধিকারিকদের মতামত গুলিকে যাচাই করে পরবর্তী সময়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হবে।