
ভাড়া বাড়ি থেকে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ।মৃত ছাত্রীর নাম সাগরিকা দেববর্মা। চাঞ্চল্যকর ঘটনা রাজধানীর জগতপুর এলাকায় ।মৃত ছাত্রী সংশ্লিষ্ট বাড়িতে ভাড়া থেকে অক্সিলিয়াম স্কুলে পড়াশোনা করতো ।প্রণয় সংক্রান্ত ঘটনার জের ধরেই ছাত্রীর এই চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানা গেছে।
ভালোবাসায় ব্রেকআপ ।এর থেকে একাকীত্ব ।এই একাকিত্বের হাত থেকে রেহাই পেতে চূড়ান্ত সিদ্ধান্ত নিল দশম শ্রেণীর পড়ুয়া এক ছাত্রী ।বুধবার সকালে ভাড়া বাড়ি থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনা রাজধানীর জগতপুর এলাকায় ।মৃত ছাত্রীর নাম সাগরিকা দেববর্মা ।বয়স আনুমানিক ১৭ বছর। জগতপুরের সংশ্লিষ্ট বাড়িতে ভাড়া থেকে অক্সিলিয়াম স্কুলের দশম শ্রেণীতে পড়াশোনা করতো এই ছাত্রী। তার আসল বাড়ি খোয়াইয়ের চাম্পা হাউর এলাকায় ।জানা গেছে ,গতকাল সন্ধ্যা রাত থেকে সাগরিকা দেববর্মার মোবাইল ফোন সুইচ অফ ছিল ।বুধবার সকালে বিষয়টি ফোন করে বাড়ির মালিককে জানান তার ভাই। বাড়ির মালিক ছাত্রীর ঘরে গিয়ে দেখেন সদর দরজা খোলা ।বাথরুমে গেছেন ভেবে বাথরুমের দরজা নক করে দেখেন ,বাথরুমের দড়জাও খোলা ।কিন্তু রান্নাঘরের দরজা বন্ধ ।অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বিষয়টি অভয়নগর পুলিশ ফাঁড়িতে জানান বাড়ির মালিক। খবর পেয়ে সংশ্লিষ্ট বাড়িতে ছুটে যায় পুলিশ।পুলিশ রান্না ঘরের দরজা ভেঙ্গে সাগরিকা দেববর্মার ঝুলন্ত দেহ উদ্ধার করে ।এদিন বাড়ির মালিক এই সংবাদ জানান।
এদিকে একই বাড়িতে ভাড়া থেকে একই স্কুলে পড়াশোনা করে আরো এক ছাত্রী ।সে জানায় ,সাগরিকা এক যুবকের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। যুবকটির নাম হাকিম দেববর্মা ,বাড়ি বিশ্রামগঞ্জে। সম্প্রতি তাদের মধ্যে ঝগড়া বাধে ।এর জেরে তাদের ভালোবাসার সম্পর্কে ফাটল ধরে ।এই নিয়ে কিছুদিন ধরে বিমর্ষ অবস্থায় ছিল সাগরিকা। এই ঘটনার জেরেই সাগরিকার এই ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানায় ছাত্রীটি।
এদিন খবর পেয়ে খোয়াইয়ের চাম্পা হাউর থেকে জগৎপুরের ভাড়া বাড়িতে ছুটে আসে সাগরিকা দেববর্মার পিতা মাতা ও আত্মীয় পরিজন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তারা ভেঙে পড়েন ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে নিয়ে যায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।এই ঘটনাকে কেন্দ্র করে জগতপুর এলাকায় জনমনের তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।