ত্রিপুরা
img

আত্মনির্ভর ত্রিপুরা গড়তে মুখ্য ভূমিকা নেবে রাবার - মন্ত্রী সান্তনা চাকমা

বুধবার রাজধানীর প্রজ্ঞা ভবনে রাবার জাতীয় পুরস্কার 2025 অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, দপ্তরের সচিব কিরণ গিত্তে, রাবার উৎপাদন কমিশনার এন সালি ,রাবার বোর্ডের নির্বাহী পরিচালক এম বসন্তগেসান সহ অন্যান্য আধিকারিকরা ।প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা। অনুষ্ঠানের উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সান্তনা চাকমা জানান, রাবার উৎপাদনে দেশে দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের রাজ্য ত্রিপুরা। রাবার শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই শিল্পের সাথে জড়িতদের উৎসাহিত করার লক্ষ্যেই এই ধরনের অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী আরো জানান ,রাজ্যের রাবার শিল্প এবং রাবার শিল্পের সাথে জড়িতদের উৎসাহিত করতে কেন্দ্র এবং রাজ্য সরকারের উদ্যোগে বিবিধ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ।তিনি আশা প্রকাশ করে আরও বলেন, আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে অচিরেই একটি অন্যতম মুখ্য ভূমিকা গ্রহণ করবে রাজ্যের রাবার শিল্প। এই অনুষ্ঠানে প্রাকৃতিক রাবারের জন্য রাবার বোর্ডের অনলাইন ট্রেডিং প্লাটফর্ম এমরুবের মাধ্যমে সর্বাধিক পরিমাণ লেনদেনের জন্য এমরুব বেস্ট পারফর্মার পুরস্কার প্রদান করা হয় ।সেই সাথে পুরস্কার প্রাপকদের প্রশংসাপত্র প্রদান করা হয়।