

Nov 19, 2025
শোকার্ত পরিবার পরিজনদের সমবেদনা জানাতে বুধবার সকালে মৃত স্কুল ছাত্রী দীপান্বিতা পালের বাড়িতে গেলেন প্রদেশ বিজেপি সহ-সভাপতি সুবল ভৌমিক ।সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বিজেপি নেতৃত্ব সুবল ভৌমিক এবং ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ।কথি বলেন পরিবারের অন্যান্য সদস্যদের সাথে।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতৃত্ব সুবল ভৌমিক জানান, এই ঘটনার সান্তনার কোন ভাষা তার কাছে নেই। রাজ্যবাসীকে বাকরুদ্ধ করে দিয়েছে এই ঘটনা। তিনি আরো জানান ,বিদ্যালয় কর্তৃপক্ষের আরো কিছুটা যত্নবান হওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি।