ত্রিপুরা
img

দীপান্বিতা পালের বাড়িতে মহিলা কংগ্রেসের প্রতিনিধি দল

রাজধানীর শহীদ ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্রী  দীপান্বিতা পালের মর্মান্তিক মৃত্যুর খবর রাজ্য জুড়ে বিভিন্ন মহলে আলোড়ন সৃষ্টি করেছে। কেউই এই মর্মান্তিক ঘটনাটি মন থেকে মেনে নিতে পারছেন না। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে ও হচ্ছে। বুধবার প্রদেশ মহিলা কংগ্রেসের এক প্রতিনিধিদল মৃত স্কুল ছাত্রী দীপান্বিতা পালের বাড়িতে যায় ।প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী ।তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী জানান, ঘটনাটি মর্মান্তিক এবং হৃদয়বিদারক ।এই ধরনের ঘটনা না ঘটাই উচিত ছিল। তিনি আরো জানান, দীপান্বিতা যখন বলছিল তার শরীর খারাপ লাগছে তখন বিদ্যালয় কর্তৃপক্ষের আরো একটু যত্নবান হওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। মৃত স্কুল ছাত্রী দীপান্বিতা পালের বিদেহী আত্মার সদগতি কামনা করেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য যে গত নয় নভেম্বর রাজধানীর শহীদ ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী দীপান্বিতা পাল বিদ্যালয়ে এক অনুষ্ঠান চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়ে ।তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান ছোট্ট দীপান্বিতার সান স্ট্রোক হয়েছে। সাত দিন ধরে জিবি হাসপাতালে তার চিকিৎসা পরিষেবা চলে। মঙ্গলবার চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ কবে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট দীপান্বিতা । এই ঘটনা রাজ্যের বিভিন্ন মহলে বিশেষ করে অভিভাবক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।