

Nov 18, 2025
আবারো দুঃসাহসিক চুরি এক বাড়িতে । ঘটনা কৈলাসহর স্বরূপানন্দ সরণি এলাকার দীপাল সিংহ রায় বাড়িতে । বাড়িতে একাকিত্বের সুযোগ নিয়ে চোরের দল ঘরের জানালা ভেঙ্গে ঘরের ভেতর প্রবেশ করে, এবং ঘরের মধ্যে থাকা একটি বটি দা দিয়ে আলমারি ও সকেজ ভেঙ্গে, চার ভরি স্বর্ণালংকার সহ নগদ ২২ থেকে ২৩ হাজার টাকা হাতিয়ে নেয়। বাড়িতে ফিরে চক্ষু চ্ররক গাছ ঘরে সব জিনিসমেল এলোমেলো। কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আজ । পুলিশ অভিযোগ মূলে ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘন ঘন এইভাবে শহরের প্রাণকেন্দ্রে চুরি হবার কারণে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে্ জনমনে।
##পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন জনমনে