
নয়া শিক্ষানীতি অনুসারে ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫ এর অঙ্গ হিসেবে মঙ্গলবার ধর্মনগর কলেজের শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক ম্যানেজমেন্ট এর উপর প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় ।ট্রাফিক বিভাগের আধিকারিকরা এই ক্লাস করান। ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং ফিলোসফি বিভাগের ১৮৩ জন ছাত্রছাত্রী হাতে কলমের ট্রাফিক আইন ও নিয়ম নীতি নিয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন।
নতুন শিক্ষানীতি ২০২০ এর অধীন সাইবার ক্রাইম ,হ্যাকিং এবং আধুনিক প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ কে ইন্টার্নশিপ কারিকুলাম এর অন্তর্ভুক্ত করা হয়েছে ।এই কারিকুলামের অঙ্গ হিসেবেই ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রী কলেজের ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং ফিলোসফি বিভাগের ছাত্রছাত্রীরা ট্রাফিক বিভাগ কর্তৃক আয়োজিত বিশেষ সচেতনতা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ট্রাফিক বিভাগের তত্ত্বাবধানে মঙ্গলবার সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা সরাসরি ধর্মনগর শহরের বিভিন্ন ট্রাফিক পয়েন্টে উপস্থিত থেকে সাধারণ জনগণকে সড়ক নিরাপত্তা, ট্রাফিক সিগন্যাল মান্য করা ,হ্যামলেট এবং সিট বেল্ট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে অবহিত করেন ।এই কার্যক্রম চলাকালীন সময়ে ট্রাফিক ইন্সপেক্টর সহ অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত থেকে অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন ।এদিন ট্রাফিক বিভাগের এক আধিকারিক এই সংবাদ জানান।
এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণকারী এক ছাত্রী জানান ,এই ধরনের ইন্টার্নশিপ কারিকুলাম তাদেরকে ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলার ক্ষেত্রে বিশেষ সাহায্য করবে।