ত্রিপুরা
img

বিজেপিতে ভাঙ্গন শুরু তিপ্রা মথা দলের

বিজেপিতে ভাঙ্গন ধরানো শুরু তিপ্রা মথা দলের,মঙ্গলবার ১ নং সিমনা বিধানসভার বড়কাঠালে বিজেপি পশ্চিম জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং মণ্ডল সহ সভাপতি রঞ্জিত দেববর্মা ও ধনু দেববর্মার নেতৃত্বে ১৯ পরিবারের ৫৩ ভোটার বিজেপি ছেড়ে তিপ্রা মথা দলে সামিল হন এক যোগদান সভার মধ্য দিয়ে।নবাগতদের দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন উপস্থিত নেতৃত্ব।এই যোগদান সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ত্রিপুরা সরকারের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা,এডিসির ই.এম রবীন্দ্র দেববর্মা, রুনিয়েল দেববর্মা,ব্লক প্রেসিডেন্ট দীপক দেববর্মা সহ অন্যান্য নেতা কর্মীরা।এই যোগদান সভা নিয়ে রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা বলেন মহারাজার ডাকে উনার নেতৃত্বে যে কাজ হচ্ছে তার জন্য মানুষ তিপ্রা মথা দলে সামিল হচ্ছে এবং এই যোগদান রাজ্য ব্যাপী চলছে আগামীদিনেও চলবে.