ত্রিপুরা
img

আবারও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার সাব্রুম মহকুমার ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়

আবারও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে বিএসএফ। ঘটনাটি সাব্রুম মহকুমার ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ।  , উদ্ধার করা হয় ২০ কেজি শুকনো গাঁজা যার বাজারমূল্য প্রায় ১ লক্ষ টাকা বলে জানা গেছে। গাঁজাগুলি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করছে বিএসএফ। তবে কারা এই গাঁজা গুলি ওই এলাকায় রেখে যায় তা এখনো স্পষ্ট নয়। উদ্ধারকৃত গাঁজার চালানটি আইনগত প্রক্রিয়া অনুযায়ী সাব্রুম থানার পুলিশের হাতে টূলে দেওয়া হয়।  সাব্রুম থানার অফিসার ইনচার্জ ওপু দাস জানান, ঘটনাটি নিয়ে সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ পাচার রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান। এদিন আবীযানে দুটি অটোসহ কিছু আগর গাছ উদ্ধার করে বন বিভাগের কর্মীরা।