ত্রিপুরা
img

গোপন অভিযানে চুডরাইবাড়িতে বন দপ্তরের সাফল্য

গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চিলিয়ে একাধিক বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ চুরাই কাঠ  করল বন কর্মীরা। ঘটনা সোমবার সকালে চুরাইবাড়ি ফরেস্ট বিটি এলাকাধীন পূর্বফুলবাড়ি,ফুলবাড়ি ও লক্ষিনগর এলাকায়। তবে এই অভিযানে কাউকে ধড়পাকরের কোন খবর নেই। সোমবার সকালে গোপন খবরের ভিত্তিতে বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা চুরাইবাড়ি ফরেস্ট বিট এলাকার পূর্ব ফুলবাড়ি, লক্ষীনগর এবং ফুলবাড়ি এলাকার বিভিন্ন বাড়িঘরে আচমকা হানা দেয়। বন কর্মীদের উপস্হিতি টের পেয়ে বাড়ির লোকজনরা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে বন কর্মীরা বাড়িতে প্রবেশ করে চার-পাঁচটি বাড়ি থেকে মোট সাড়ে পাঁচ কাম বিভিন্ন সাইজের চেরাই সেগুন কাঠ উদ্ধার করেন।উদ্ধারকৃত কাঠের মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে জানান বন আধিকারীক।
দ্বিতীয় অভিযানে মোকাম বাজার এলাকা থেকে TR05A-2597 ও TR05-4375 নম্বরের দুটি ব্যাটারী চালিত অটোতে করে দু নম্বরী আগর গাছ নিয়ে পাচারের সময় পাকড়াও করা হয়। পরে ওই দুটি অটো আগর গাছ সহ বিট অফিসে নিয়ে যাওয়া হয়। গাড়িসহ আগর গুলো সিজ করা হয় যার কালোবাজারি মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা।
এদিকে এই বন বিভাগের নেতৃত্বে ছিলেন রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ।এদিন তিনি এই সংবাদ জানান।এই অভিযানে রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ ছাড়াও  চুরাইবাড়ির বিট অফিসার আশুতোষ মালাকার, কদমতলা বিট অফিসার অভিজিৎ দাস,শনিছড়া বিট অফিসার দিবাকর চাকমা সহ বাগবাসা ও পানিসাগর বিট অফিসার ও অন্যান্য বন কর্মীরা ছিলেন। রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ  জানান ,বন মাফিয়া দের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।