ত্রিপুরা
img

মানুষের ঐক্য রক্ষায় লড়াই জারি রাখতে হবে- সিপিআইএম

ঐতিহাসিক নভেম্বর বিপ্লবের ১০৮ তম বার্ষিকী পালিত হচ্ছে সারা বিশ্বজুড়ে । রাজ্যেও এই উপলক্ষে সিপিআইএমের উদ্যোগে বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার আগরতলা টাউন হলে ঐতিহাসিক নভেম্বর বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে এক হল সভার আয়োজন করা হয়। এই হল সভায় বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্য নেতৃবৃন্দ। হল সভায় বক্তব্য রাখতে গিয়ে সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে বলেন ,ঐক্যবদ্ধ মানুষের আঘাত সরকার সহ্য করতে পারবেনা ।তাই ঐক্যবদ্ধ মানুষের এই আঘাত আটকাতেই আরএসএস, বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ ধর্মের নামে বিভাজনের রাজনীতি শুরু করেছে ।তিনি আরো বলেন, এর বিরুদ্ধে লড়াই না করলে শ্রমজীবী মানুষের ঐক্য রক্ষা করা যাবে না। কারণ দেশে জাত ,পাত এবং ধর্মের নামে একটা অনৈক্যের পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে। হল সভায় বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। তিনি তার বক্তব্যে বিভিন্ন জনবিরোধী দিকগুলি উল্লেখ করে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ হানেন।