ত্রিপুরা
img

কমলপুরের সাইকার বাড়িতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে হতাহত দুই

তেলের ট্যাঙ্কার এবং সবজি বাহি কেন্টার গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত তেলের ট্যাংকার গাড়ির চালক ।ঘটনা সোমবার বিকেলে কমলপুর থানাধীন ২০৮ নম্বর জাতীয় সড়কের সাইকার বাড়ি এলাকায় ।এদিন ২০৮ নম্বর জাতীয় সড়ক ধরে আসাম থেকে সবজি নিয়ে AS-28-AC-0890 নম্বরের কেন্টার আগরতলার দিকে আসছিল ।উল্টো দিক থেকে যাচ্ছিল NL-01-K-2604 নম্বরের ১২ চাকার তেলের ট্যাঙ্কার গাড়ি ।সাইকার বাড়ি এলাকায় বাক নেওয়ার সময় বিপরীত দিক থেকে এসে তেলের ট্যাংকের গাড়িটি সবজিবাহি গাড়িটিকে মুখোমুখি ধাক্কা মারে ।এতে গতির নিয়ন্ত্রণ রাখতে না পেরে সবজিবাহি গাড়িটি উল্টে যায় ।এই ঘটনায় দুই গাড়ির চালক গুরুতর আহত হন ।বিকট শব্দ শুনে গ্রামবাসীরা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং গুরুতর আহত দুজনকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তেলের ট্যাংকার গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করেন ।হাসপাতালে সবজিবাহি ক্যান্টার ট্রাকের সহ চালক রফিকুল ইসলাম এই সংবাদ জানান। তিনি জানান ,এই ঘটনায় তার গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন ।আহত চালকের নাম মোস্তফা ।তার বাড়ি অসম রাজ্যের দরণ জেলায়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সাইকার বাড়ি এলাকা