ত্রিপুরা
img

আমরা নারী আমরা পারি - প্রতিমা ভৌমিক

সোমবার সিপাহীজলা জেলার আশা কর্মীদের নিয়ে দশ দফা দাবির ভিত্তিতে এক আলোচনা সভা সংঘটিত করে মজদুর মনিটরিং সেল। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়া ও উপস্থিত ছিলেন মজদুর মনিটরিং সেলের রাজ্য সভাপতি বিপ্লব কর সহ অন্যান্যরা ।এই আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি দাবি পূরণের লক্ষ্যে কর্মশালার মাধ্যমে নিজেদের মধ্যে নিবিড় সম্পর্ক তৈরি করে তোলার আহ্বান জানানোর। তিনি বলেন, আশা কর্মীদের মূল লক্ষ্য হতে হবে কিভাবে মানুষকে আরো বেশি করে সুবিধা পৌঁছে দেওয়া যায় ।তিনি আরো বলেন ,মনে রাখবেন আমরা নারী, আমরা পারি ।এই প্রসঙ্গে বিহার রাজ্যের সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের উল্লেখ করে তিনি বলেন, বিহারের বিধানসভা নির্বাচনে মহিলারা 10 থেকে 15 শতাংশ বেশি ভোট দিয়েছেন ।২০২৩ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে রাজ্যের মহিলারা পুরুষদের থেকে ৩ শতাংশ বেশি ভোট দিয়েছিলেন। তাই মায়েদের আশীর্বাদেই এই সরকার। মায়েদের আশীর্বাদ থাকলে সন্তানদের কোন অমঙ্গল হতে পারে না ।তিনি বলেন ,বিহার প্রমাণ করে দিয়েছে, মায়েদের আশিবাদই সর্বোপরি ।প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরো জানান, রাজ্যের আশা কর্মীদের দাবি পূরণে প্রয়োজনে যেখানে যাওয়ার সেখানে তিনি যাবেন। এই আলোচনায় আশা কর্মীদের ১০ দফা দাবি গুলি বিস্তারিতভাবে আলোচনা করেন মজদুর মনিটরিং সেলের  সভাপতি বিপ্লব কর।