ত্রিপুরা
img

বিদ্যুৎ গ্রাহকদের রোষানলের শিকার পেঁচারথল বিদ্যুৎ নিগম অফিস

রাতের আঁধারে ত্রিপুরায় বিদ্যুৎ গ্রাহকদের রোষানলের শিকার বিদ্যুৎ নিগমের ঊনকোটি জেলার পেঁচারথল অফিস। বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা হাজির হলেন অফিসে এবং ভাংচূর করে অফিসের সরঞ্জাম।আগুন দিয়ে পোড়ানো হলো অফিসের কারিগরি জিনিসপত্র। শারিরিক ভাবে হেনস্তার স্বীকার শিকার কন্ট্রোলরুমে কর্তব্যরত দুই নিগম কর্মী। ঘটনা ঊনকোটি জেলার পেঁচারথল বিদ্যুৎ নিগম অফিসে।