ত্রিপুরা
img

ত্রিপুরা মহিলা কমিশন সুবিধাবীদের হাতে সেলাই মেশিন বিতরণ

কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রধান লক্ষ্য মহিলাদের আত্মনির্ভর এবং পরিবার আত্মনির্ভর করা। এ লক্ষ্য সোমবার মুক্তধারা অডিটোরিয়ামে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড এর সহযোগিতায় ত্রিপুরা মহিলা কমিশন সুবিধাবীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। ট্রেনিং শেষ করা ৩০জন মহিলার মধ্যে ৬ জনের হাতে এই দিনের এই অনুষ্ঠানে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। মোট ১২০ জনের হাতে পরবর্তীতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, তাছাড়া উপস্থিত ছিলেন চেয়ারপার্সন, ত্রিপুরা মহিলা কমিশন ঝর্ণা দেববর্মার,ভাইস-চেয়ারপারসন মধুমিতা চৌধুরী সহ অন্যান্যরা।