ত্রিপুরা
img

মোহনপুর স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে চারা রোপণে কৃষিমন্ত্রী

সোমবার মোহনপুর স্থিত স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলের চারা রোপণ করা হয় রোটারি ক্লাব অফ আগরতলার পক্ষ্য থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে।অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ ,কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ,স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারাধন দেবনাথ, সমাজসেবক কার্তিক আচার্য্য সহ ক্লাব কর্তিপক্ষ্য সহ ছাত্র ছাত্রীরা।এদিন স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন দিকে বিভিন্ন ফলের চারা রোপণ করা হয়।এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন পড়াশোনার যতই ডিগ্রী থাকনা কেনো হাতের কাজ জানতে হবে বর্তমান যুগের পরিস্থিতি অনুযায়ী পাশাপাশি তিনি বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া ব্যাক্ত করেন