ত্রিপুরা
img

প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের আক্রমণ ! আহত এক ব্যক্তি

প্রকাশ্য দিবালোকে গত রবিবার বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালী বাজারে গোপাল বিশ্বাস নামে এক ব্যক্তিকে আক্রমণ করে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা পরবর্তী সময় গোপাল বিশ্বাসকে তুলে দেওয়া হয় পুলিশে এবং থানায় নিয়ে যাওয়ার পর গোপাল বিশ্বাসকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পুলিশ পরবর্তী সময় উনার অবস্থার অবনতি হলে পরে পুনরায় তাকে নিয়ে যাওয়া হয় বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং সেখান থেকে রাতেই রেফার করা হয় জিবিপি হাসপাতালে।এবং ঘটনার খবর পেয়ে বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসেন স্থানীয় বিধায়ক নয়ন সরকার,কথা বলেন আহত গোপাল বিশ্বাসের পরিবারের সঙ্গে।এই সময় হাসপাতাল থেকে রেফার দিলেও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এম্বুলেন্স নেই,চালক নেই চলে দীর্ঘ সময় তালবাহানা পরে ১০২ পরিষেবা গ্রহণ করে এবং গোপাল বিশ্বাসকে হাসপতালে পাঠালেন বিধায়ক নিজ উপস্থিত থেকে।এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক উক্ত ঘটনার তীব্র নিন্দা জানান পাশাপাশি এই ঘটনায় যারা যুক্ত রয়েছেন তাদের কঠোর শাস্তি দাবি করেন