
বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক রণদীপ ভৌমিক এর গাফিলতির কারণে অস্মি মজুমদার নামে ৯ বছরের শিশু কন্যা মৃত্যু হয়। এমনটাই অভিযোগ করলেন ওই শিশুকন্যার পরিবার । ঘটনা সূত্রে জানা যায় রবিবার রাত আনুমানিক দশটা নাগাদ বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চরকবাই মধ্যপাড়ার সঞ্জীব মজুমদারের মেয়ে অস্মি মজুমদারকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। ওই সময় ইমারজেন্সিতে চিকিৎসক রণদীপ ভৌমিক ছিলেন। অস্মি মজুমদার এর পরিবারের বক্তব্য অনুযায়ী জানা যায় বিষাক্ত কিছু কামড় দিয়েছে অস্মির পায়ে। চিকিৎসক রণদীপ ভৌমিক কে জানালে প্রেসক্রিপশনে WBCT রক্ত পরীক্ষা দিলে হাসপাতালে রক্ত পরীক্ষার ব্যবস্থা নেই। হাসপাতালে ভর্তি না রেখে অস্মিকে বাড়িতে পাঠিয়ে দেয় তিনটা ইনজেকশন দিয়ে। প্রথমে শান্তির বাজার জেলা হাসপাতাল ও তখন রেফার করেনি ডঃ রণদীপ ভৌমিক। বাড়িতে নিয়ে আসার পর অস্মির শরীরের রং পাল্টাতে থাকলে আবার পুনরায় বাইখোরা হাসপাতালে নিয়ে আসে। তখন শান্তি বাজার জেলা হাসপাতালে রেফার দেওয়া হয়।শান্তির বাজার জেলা হাসপাতালে রক্ত পরীক্ষা করার পর জানা যায় অস্মির শরীরে বিষাক্ত কিছু কামড় দিয়েছে। রক্তের সাথে মিশে যায় পরবর্তী সময়ে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসক এনটি ব্যানাম দিয়ে জিবি হাসপাতালে রেফার করলে হাসপাতালে নেয়ার 9 বছরের শিশু কন্যাটি মৃত্যুর মুখে ঢলে পড়ে। অস্মির মৃত্যুকে কেন্দ্র করে গোটা চরকবাই এলাকা শোকের ছায়া নেমে আসে এবং শিশু কন্যা পরিবার চিকিৎসকের শাস্তির দাবি জানান।